মোবাইল ফোনেই এবার পাবেন বজ্রপাতের পূর্বাভাস! ডাউনলোড করুন এই দুই অ্যাপ

আবহাওয়ার গতিবিধি জানতে ফোনে রাখুন দামিনী ও মেঘদূত অ্যাপ।

author-image
Anusmita Bhattacharya
New Update
 West Bengal | thunderstorms | Rain | Weather | Cooch Behar | Jalpaiguri | Alipurdua

নিজস্ব সংবাদদাতা: এখন থেকে মোবাইল ফোনেই মিলবে আবহাওয়ার পাশাপাশি বজ্রপাত সম্পর্কিত তথ্য। এই অ্যাপের মাধ্যমে আগাম তথ্য ও সতর্কতা পাওয়ার ফলে ক্ষতি এড়াতে পারে কৃষকদেররাও। আগেভাগেই সতর্ক হয়ে যাবেন চাষিরা।

,

আবহাওয়া দফতরের উদ্যোগে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ এর তত্ত্বাবধানে দামিনী ও মেঘদূত অ্যাপ তৈরি করা হয়েছে। সাধারণ মানুষের জন্য তথ্য ছাড়াও কৃষকদের কৃষি সম্পর্কিত তথ্য দেওয়ার জন্য এই দুই অ্যাপ চালু করা হয়েছে। মেঘদূত অ্যাপ আবহাওয়া অনুযায়ী চাষবাসের নানা তথ্য দিতে পারে। বৃষ্টির দিনে বজ্রপাতের সম্ভাব্য অবস্থান ও গতি সম্পর্কে সঠিক তথ্য দেবে দামিনী অ্যাপ। 

Add 1