বিধানসভা থেকে সরানো হল আম্বেদকর ও ভগৎ সিংহের ছবি ! তুমুল বিক্ষোভ আপ বিধায়কদের

কি এমন ঘটল দিল্লি বিধানসভায় ?

author-image
Debjit Biswas
New Update
1200-675-22506820-thumbnail-16x9-atishi

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা : আজ দিল্লি বিধানসভার বিরোধী দলনেত্রী আতিশি অভিযোগ করেন যে, ''ড. বি. আর. আম্বেদকর ও ভগৎ সিংহের ছবি মুখ্যমন্ত্রীর অফিস থেকে সরানো হয়েছে।'' আর এরপর এই বিষয়কে কেন্দ্র করেই তুমুল বিক্ষোভ প্রদর্শন করেন আপ বিধায়কেরা। পরিস্থিতি সামাল দিতে হয় বিধানসভার স্পিকারকে। এই বিষয়ে তিনি বলেন, ''"বিরোধীরা বিধানসভার শান্তিপূর্ণ কার্যক্রমকে যেকোনও উপায়ে ব্যাহত করতে চায়। এটি কোনও রাজনৈতিক মঞ্চ নয়, বিধানসভার মর্যাদা সকলের রক্ষা করা উচিত।" যদিও এই বিক্ষোভের জেরে বিধানসভার কার্যক্রম প্রায় ১৫ মিনিট মুলতুবি করা হয়।