BREAKING: অনুরাগ ঠাকুরের বাসভবনে লোক পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়!

কি বার্তা দিলেন অভিষেক?

author-image
Anusmita Bhattacharya
New Update
Large-img-Abhishek-Banerjee

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: অনুরাগ ঠাকুর Vs অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে অনুরাগ ঠাকুরের বাসভবনে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি। গতকাল অনুরাগ ঠাকুর অভিযোগ তুলেছিলেন যে ডায়মন্ড হারবারে ভুরি ভুরি ভূতুড়ে ভোটার রয়েছে। নথি দেখিয়ে এই দাবি করেছিলেন বিজেপি সাংসদ। এরপরই পেন ড্রাইভে করে ভিডিও প্রমাণ জমা দিলেন অভিষেকের প্রতিনিধি। ডায়মন্ড হারবারে একই বাড়িতে এখনও ৪২ জন ভোটার। ৫ জন বিয়ের পর অন্য জায়গায়। এতে অসুবিধা নেই, দাবি অভিষেকের। "২৪- এর তালিকায় ভূতুড়ে ভোটার থাকলে লোকসভা ভাঙা হোক। তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলা করা হোক। রাজীব কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করা হোক", দাবি তুললেন অভিষেক।

anurag thakur dfg.jpg