/anm-bengali/media/media_files/R1Ikl3s46lsBP2OI8nZG.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: লোকসভার নিরাপত্তা লঙ্ঘনকারী ঘটনায় ফের একবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। ঘটনা কাকতালীয় নাকি পরিকল্পিত তা নিয়েও চলছে জোর চর্চা। কেননা আজ থেকে ২২ বছর আগে আজকের দিনেই ঘটেছিল ভয়ঙ্কর ঘটনা। পার্লামেন্টে হামলা চালিয়েছিল এক দল দুষ্কৃতি। আর ঠিক ২২ বছর পর সেই দিনেই পার্লামেন্টে প্রবেশ করল ২ জন বিক্ষোভকারী। সভা চলাকালীন ধোঁয়ায় ঢাকল সংসদ কক্ষ।
ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তবে এবার ঘটনার গুরুত্ব বুঝে তদন্তের দায়িত্বভার গ্রহণ করল অ্যান্টি টেরর ইউনিট। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করতে দিল্লি পুলিশের অ্যান্টি-টেরর ইউনিটের বিশেষ সেল সংসদে এসেছে এদিন। তারা তাঁদের তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে বলে জানা যাচ্ছে।
Anti-terror unit special cell of the Delhi Police arrives inside the Parliament to question the people who caused the security breach at the Lok Sabha. https://t.co/ESTLeYF4Fv
— ANI (@ANI) December 13, 2023
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us