নিজস্ব প্রতিনিধি: ফের ট্রেন দুর্ঘটনা, দুর্ঘটনাগ্রস্ত হাওড়া-মুম্বাই মেল এক্সপ্রেস ট্রেন। ঝাড়খণ্ডের চক্রধরপুরে বেলাইন ট্রেনটি। রাজাখারসওয়ান ও বরাবাম্বু রেল স্টেশনের মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে।
চক্রধরপুর থেকে রিলিফ ট্রেন রওনা দিয়েছে।
এলাকায় পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে রেলের টিম।
হাওড়া-মুম্বই মেল ট্রেন নম্বর ১২৮১০ দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। এই ঘটনায় মৃত্যু হয়েছে ১ জনের বলে জানা যাচ্ছে। এছাড়া আরও আহত রয়েছে বলে জানা যাচ্ছে।