ফের ছাত্রের আত্মহত্যা, গভীর শোকছায়া শিক্ষাঙ্গনে

হোস্টেলের একটি ভবনের উপর থেকে ঝাঁপ ছাত্রের।

author-image
Aniket
New Update
Suicide

File Picture

নিজস্ব সংবাদদাতা: মুম্বইয়ের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি বোম্বে-তে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। এক ২২ বছর বয়সী ছাত্র আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে মুম্বই পুলিশ। রাত প্রায় ২.৩০ টার সময় ওই ছাত্র হোস্টেলের একটি ভবনের উপর থেকে ঝাঁপ দেন বলে জানা গেছে।

ঘটনার পরপরই তাঁকে দ্রুত একটি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ওই ছাত্রের বাড়ি দিল্লিতে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Suicide

পাওয়াই থানায় ইতিমধ্যেই একটি Accidental Death Report (ADR) নথিভুক্ত করা হয়েছে। পুলিশ ঘটনার পূর্ণ তদন্ত করছে, ছাত্রের আত্মহত্যার পেছনে সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এখনও পর্যন্ত সুইসাইড নোট পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, হোস্টেল সিসিটিভি ফুটেজ, বন্ধু ও সহপাঠীদের সঙ্গে কথা বলে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সহপাঠীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মানসিক স্বাস্থ্যের গুরুত্ব এবং শিক্ষার্থীদের ওপর পড়া মানসিক চাপ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।