কারুরে ৩৯ জনের মৃত্যু! বিজয়ের সমাবেশের সময় নিয়ে বিস্ফোরক মন্তব্য অন্নামালাইয়ের

কারুরে বিজয়ের সমাবেশে ৩৯ জনের মৃত্যুর ঘটনা নিয়ে সিবিআই তদন্তের দাবি উঠছে।

author-image
Tamalika Chakraborty
New Update
stampede

নিজস্ব সংবাদদাতা: তামিলনাড়ুর কারুরে অভিনেতা-রাজনীতিক বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৩৯ জনের মৃত্যুতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। রবিবার প্রাক্তন তামিলনাড়ু বিজেপি সভাপতি কে. অন্নামালাই এই ঘটনায় সমাবেশের সময় ও আয়োজন নিয়ে প্রশ্ন তুললেন।

অন্নামালাই অভিযোগ করেন, সপ্তাহান্তে (উইকএন্ডে) সমাবেশ রাখাই ছিল বিজয়ের ভুল। তিনি বলেন, “বিজয়কে আরও দায়িত্বশীল আচরণ করতে হবে। উইকএন্ডে হলে দুপুরে সভা রাখা উচিত, যাতে মানুষ নিরাপদে তাকে দেখতে পারে। রাতে কেন সভা? আর টিভিকে (TVK) কর্মীরা কোথায় ছিলেন?”

annamalai

শনিবার রাতে বিজয়ের সভায় এই মর্মান্তিক পদদলিতের ঘটনা ঘটে। বহু মানুষ গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

অন্নামালাই আরও দাবি করেন, রাজ্য পুলিশের ভিড় সামলানোর প্রস্তুতি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, যদিও আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল। তিনি জানান, “আমি সরাসরি বিজয়কে দোষ দিচ্ছি না, তবে তার সমাবেশের আয়োজনের সময় ও পরিকল্পনায় গলদ ছিল।” পাশাপাশি তিনি এই ভয়াবহ দুর্ঘটনার তদন্তে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই-এর হস্তক্ষেপ দাবি করেন।