নিজস্ব সংবাদদাতা: এবার দেশে ফেরানো হতে পারে কুখ্যাত অপরাধী অনমোল বিষ্ণোইকে। এনসিপি নেতা বাবা সিদ্দিকির খুনের অন্যতম প্রধান অভিযুক্ত এই গ্যাংস্টার গত এক বছর ধরে আমেরিকার একটি কারাগারে বন্দি। সূত্রের খবর, বুধবারই তাকে ভারতে প্রত্যর্পণ করা হতে পারে। ইতিমধ্যেই ভারতের একাধিক তদন্তকারী সংস্থা এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছে।
ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA) আগেই আমেরিকার কাছে তার প্রত্যর্পণ চেয়ে আবেদন করেছিল। কারণ, অনমোলের সঙ্গে লরেন্স বিষ্ণোই চক্রের আন্তর্জাতিক গ্যাংস্টার–সন্ত্রাস যোগের অভিযোগ রয়েছে। তার নামে জারি হয়েছে অসংখ্য লুক আউট সার্কুলার, পাশাপাশি রয়েছে একাধিক নন-বেলেবল ওয়ারেন্টও।
২০২৪ সালের নভেম্বর মাসে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস অফিসাররা তাকে আটক করে। ধরা পড়ে তার ভুয়ো পরিচয়ের জাল। জানা যায়, ২০২২ সালের মে মাসে ভারত ছাড়ার সময় সে ব্যবহার করেছিল ভুয়ো পাসপোর্ট—যেখানে নাম ছিল ভানু প্রতাপ। ওই পাসপোর্ট জারি হয়েছিল ২০২১ সালের ২৯ অক্টোবর, যা বৈধ ছিল 2031 সাল পর্যন্ত। পরবর্তী এক বছর ধরে অনমোল বন্দি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের Pottawattamie County Jail–এ।
ভারতীয় পুলিশ ও রাজ্য তদন্তকারী সংস্থার অভিযোগ, অনমোল বিষ্ণোই একাধিক গুলি-কাণ্ড, চাঁদাবাজি, অস্ত্র সরবরাহ এবং সন্ত্রাস-যোগের সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে দায়ের রয়েছে বহু চার্জশিট—তার মধ্যে আছে বলিউড অভিনেতা সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনাও।২০২২–র পর আরও বেশ কিছু মামলা রুজু হয় তার বিরুদ্ধে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/28/arrested-a-2025-07-28-18-53-37.jpg)
এরই মধ্যে ১২ অক্টোবর, ২০২৪ সালে মুম্বইয়ের বান্দ্রায় জীশানের অফিসের সামনে গুলি করে খুন করা হয় প্রাক্তন মন্ত্রী ও এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে। সেই হত্যাকাণ্ডে সরাসরি অনমোলের গ্যাং–এর যোগ পাওয়া যায়। লরেন্স বিষ্ণোই—যিনি এখন জেলে বন্দি—তার গ্যাংয়ের একাধিক সদস্যকে পরে পুলিশ গ্রেপ্তার করেছে।
ভারত সরকারের উদ্দেশ্য স্পষ্ট—লুকিয়ে থাকা আন্তর্জাতিক গ্যাংস্টারদের দেশে ফিরিয়ে এনে মামলার বিচার শেষ করা। তাই অনমোল বিষ্ণোইকে ফেরত আনতেই এবার আমেরিকার সঙ্গে যোগাযোগের শেষ পর্যায়ে পৌঁছে গেছে তদন্তকারী সংস্থাগুলি। যদি সব কিছু ঠিকঠাক থাকে, বুধবারই এই কুখ্যাত গ্যাংস্টার পা রাখতে পারে দেশের মাটিতে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us