BREAKING : দেশের সবথেকে বেশি ক্ষতি করেছেন ইন্দিরা গান্ধী ! বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা অনিল ভিজ

কি বললেন অনিল ভিজ ?

author-image
Debjit Biswas
New Update
anil vij.jpg

নিজস্ব সংবাদদাতা - এবার প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা ও হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ। তিনি বলেন,''দেশের সবথেকে বেশি ক্ষতি করেছেন ইন্দিরা গান্ধী। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর আমাদের হাতে প্রায় ৯৩ হাজার যুদ্ধবন্দি এবং প্রায় ১৩-১৪ হাজার একর জমি ছিল। তখন যদি পাকিস্তানকে এমন শর্ত দেওয়া হতো যে, পাক অধিকৃত কাশ্মীর (PoK) ফিরিয়ে দিলে,তাদের যুদ্ধবন্দিদের ফেরত দেওয়া হবে—তাহলে আমরা আজ পাক অধিকৃত কাশ্মীর (PoK) পেয়ে যেতাম।” অনিল ভিজের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস। 

c