/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
নিজস্ব সংবাদদাতা: অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলম জেলায় ভয়াবহ পদপিষ্টের ঘটনা ঘটল শনিবার। একাদশী উপলক্ষে শ্রী ভেঙ্কটেশ্বরা স্বামী মন্দিরে ভিড় জমেছিল হাজার হাজার ভক্তের। সেই ভিড়ের মধ্যেই হঠাৎ ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, আর মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ল আতঙ্ক। কয়েক সেকেন্ডের ভিতরেই চাপা পড়ে মৃত্যু হলো অন্তত নয়জন ভক্তের। গুরুতর আহত বহু মানুষকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের।
মন্দির চত্বরের মাটিতে পড়ে থাকা নিথর দেহ, চারপাশে কান্নার রোল—দৃশ্যটি দেখে শিউরে উঠছে মানুষ। যারা সময়মতো দৌড়ে পালাতে পারেননি, তাদের কেউ মাটিতে পড়ে ছিলেন, কেউ ছিলেন ভিড়ের চাপে দমবন্ধ অবস্থায়। সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে ভয়াবহ ভিডিও, যেখানে দেখা যাচ্ছে অসহায় ভক্তরা মাটিতে পড়ে আছেন, অনেকেই আর নড়ছেন না। উদ্ধারকর্মীরা দ্রুত তাদের তুলে হাসপাতালে নিয়ে যাচ্ছেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/13/qx1Ew5zP7ESSqQP67G34.jpg)
আন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর দপ্তর জানিয়েছে, একাদশীর পূণ্যস্নান ও দর্শনের জন্য একসঙ্গে প্রচুর মানুষ ভিড় করেছিলেন। ভিড় বাড়তেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। দম বন্ধ হয়ে ও পদপিষ্ট হয়ে জীবনহানি ঘটে বহু মানুষের। প্রশাসন জানিয়েছে, আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এই দুর্ঘটনা ঘিরে এলাকায় নেমেছে শোকের ছায়া। মন্দির প্রাঙ্গণে কান্নায় ভেঙে পড়েছেন পরিবার-পরিজনরা। উৎসবের দিনেই হঠাৎই আলো নিভে গেল এতগুলো ঘরে। ভক্তদের প্রশ্ন—ভিড়ের যথাযথ ব্যবস্থাপনা থাকলে কি এই মৃত্যু ঠেকানো যেত না?
এখনও চলছে উদ্ধারকাজ। নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে যতই সময় গড়াচ্ছে, বাড়ছে উদ্বেগ—আরও কতজন বেঁচে আছেন, আর কতজনকে বাড়ি ফিরতে হবে না কখনও?
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us