পুণ্যক্ষেত্রে পরিণত হল মৃত্যুযজ্ঞে, পুরোহিতের মন্তব্যে দেশজুড়ে নয়া বিতর্ক

অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে শ্রী ভেঙ্কটেশ্বরা মন্দিরে পদপিষ্ট হয়ে নিহত ৯ ভক্ত। একাদশীতে ভিড়ের চাপে দুর্ঘটনা। ব্যবস্থাপনার ত্রুটির অভিযোগ, পুরোহিতের বিতর্কিত মন্তব্যে ক্ষোভ।

author-image
Tamalika Chakraborty
New Update
stampede

নিজস্ব সংবাদদাতা: শ্রীকাকুলামে শনি সকালে শোকের ছায়া। শ্রী ভেঙ্কটেশ্বরা স্বামী মন্দিরে দর্শনার্থীদের ভিড়ের মাঝে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন অন্তত নয়জন ভক্ত। আহত আরও বহুজন। একাদশীর তিথিতে দর্শনের জন্য হাজার হাজার ভক্ত ভিড় জমিয়েছিলেন মন্দির প্রাঙ্গণে। সেই অতিরিক্ত ভিড়ই শেষমেশ পরিণত হল মর্মান্তিক দুর্যোগে।

মন্দিরের প্রতিষ্ঠাতা পুরোহিত হারিমুকুন্দ পাণ্ডার প্রতিক্রিয়া আরও বিতর্ক বাড়াল। তাঁর ঠান্ডা জবাব, “আমাদের কিছু করার ছিল না। এত মানুষ একসঙ্গে এলে আমি কী করতে পারি?” অভিযোগ উঠেছে অব্যবস্থাপনা, নিরাপত্তার ঘাটতি, সঠিক দিকনির্দেশনার অভাবের বিরুদ্ধে। বেঁচে ফেরা ভক্তদের দাবি, মন্দিরে ছিল মাত্র একটি সরু প্রবেশ ও প্রস্থান দরজা। বিশাল ভিড়ের জন্য কোনও সঠিক ব্যবস্থা ছিল না। ফলত সামান্য ঠেলাঠেলিই মুহূর্তে বদলে গেল প্রাণঘাতী পদপিষ্ট পরিস্থিতিতে।

anshra stampede

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত ভিড়ের কারণেই এই দুর্ঘটনা। নিহতদের পরিবারকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে, আহতদের সঠিক চিকিৎসার ব্যবস্থাও চলছে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে—একটি বড় উৎসবের দিনে এই ধরনের অব্যবস্থাপনা কেন? মানুষের প্রাণ যাওয়ার পরে দায় এড়ানোর চেষ্টা কি আরও অপরাধ নয়?

সাধারণ ভক্তদের হতাশা স্পষ্ট—ধর্মস্থানে শান্তি ও আস্থার জায়গা, সেখানে মৃত্যু আর বিশৃঙ্খলা কিভাবে ঢুকে পড়ল? এই প্রশ্নের উত্তরই এখন চাইছে দেশ।