/anm-bengali/media/media_files/nnO1qYyzhRwLPmVgOoaY.jpg)
নিজস্ব সংবাদদাতা: অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলায় ঘটল ভয়াবহ দুর্ঘটনা। সোমবার সকালে কির্তি ইংলিশ মিডিয়াম হাই স্কুলে একটি দেওয়াল হঠাৎ ভেঙে পড়ে যায়। সেই সময় বেশ কয়েকজন ছাত্র স্কুল ভবনের বাইরে দাঁড়িয়ে ছিল। মুহূর্তের মধ্যেই চরম ট্র্যাজেডি ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব ছাত্ররা দেরি করে স্কুলে এসেছিল, তাদের শাস্তি হিসেবে বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। ঠিক তখনই পাশের দেওয়ালটি ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মারা যায় পাঁচ বছরের ছোট্ট রাকিব। আরও অন্তত দশজন ছাত্র গুরুতর আহত হয়। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/q1U5H7SOyQU9vQp4hnBC.jpg)
এই দুর্ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোক ও ক্ষোভ। অভিভাবকরা প্রশ্ন তুলেছেন—স্কুল কর্তৃপক্ষের অবহেলার কারণেই কি এত বড় দুর্ঘটনা ঘটল? শিশুরা কি এমন বিপদের মুখে শাস্তি হিসেবে দাঁড়িয়ে থাকবে?
প্রশাসন ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ছোট্ট রাকিবের মৃত্যুতে সমগ্র কুরনুল জেলাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us