বিএমসি নির্বাচন একাই লড়ার সিদ্ধান্তে কংগ্রেসকে কটাক্ষ আনন্দ দুবে

“বিহারে ৬১ থেকে ৬-এ নেমে এসেছে কংগ্রেস; মুম্বাইতেও ২-৪ আসনে সীমাবদ্ধ হতে পারে”— শিবসেনা (ইউবিটি) নেতার মন্তব্য।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: আসন্ন বিএমসি নির্বাচনে কংগ্রেসের এককভাবে লড়ার সিদ্ধান্তকে কটাক্ষ করলেন শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) দলের মুখপাত্র আনন্দ দুবে। তিনি বলেন, “মহা বিকাশ আঘাড়ির মধ্যে কংগ্রেস একমাত্র জাতীয় দল। মাঝেমধ্যে তারা আবার জাতীয় শক্তি হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু মনে হয় বিহারের পরাজয়ের ধারাটি তারা ভুলে গেছে।”

কংগ্রেসের মনোভাবের সমালোচনা করে দুবে আরও বলেন, “কংগ্রেস বলছে, মহারাষ্ট্র নব নির্মাণ সেনার সঙ্গে গেলে উত্তর ভারতীয়রা অসন্তুষ্ট হবে। তাহলে বিহারে কেমন ‘এমএনএস’ ছিল? সেখানে আরজেডি–কংগ্রেস জোট ৬১ আসন থেকে ৬-এ নেমে এসেছে।”

তিনি দাবি করেন, মুম্বাই পৌর নির্বাচনে কংগ্রেসের ফলাফল আরও হতাশাজনক হতে পারে। “মনে হয় ২ থেকে ৪টি আসনেই সীমাবদ্ধ থাকবে। তারপরও কংগ্রেস স্বাধীন দল—যদি মনে করে ওরা খুব শক্তিশালী, তবে বাস্তবতা দেখে নিক,” মন্তব্য করেন দুবে।