অভিনব রীতি, ভগবানের প্রসাদ ‘লুট’ করলো ভক্তবৃন্দ

সেখানেই ঘটে প্রসাদ লুট।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Shri Ranchhodraiji Maharaj in Dakor Temple

File Picture

নিজস্ব সংবাদদাতা: একটি প্রাচীন ঐতিহ্যের অংশ হিসাবে, ডাকোর মন্দিরে শ্রী রণছোদ্রায়জি মহারাজকে নিবেদিত করা হয় ৩০০০ কেজি প্রসাদ। আর সেখানেই ঘটে প্রসাদ লুট। এখানে আমন্ত্রিত স্থানীয় লোকেরা "লুট" করে সেই প্রসাদ। এই ঐতিহ্যের অধীনে, মন্দির প্রশাসন ৮০টি গ্রামের গ্রামবাসীদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানায়। মূলত, এদিন বিভিন্ন উপকরণ ব্যবহার করে প্রসাদ তৈরি করা হয়। সমস্ত অংশগ্রহণকারী এবং দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখানে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল।