New Update
/anm-bengali/media/media_files/ftW0OlujZBkSGyYlcjNt.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুর ক্যাবিনেট মন্ত্রী ও মুখ্যমন্ত্রী স্ট্যালিনের পুত্র উদয়নিধি স্ট্যালিন সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর অনেকদিন অতিক্রান্ত হলেও সমস্যা কমছে না। দিল্লি, উত্তরপ্রদেশের পর এবার মুম্বই সংলগ্ন মিরা রোড থানায় উদয়নিধির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
Maharashtra | An FIR has been registered against DMK leader and Tamil Nadu Minister Udhayanidhi Stalin over his 'Sanatan Dharma' remark. Police have registered a case under sections 153 A and 295 A of IPC: Mira Road Police
— ANI (@ANI) September 12, 2023
জানা গিয়েছে, ডিএমকে নেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ (ধর্ম, জাতি বা ভাষার ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা ছড়ানো) এবং ২৯৫এ (ধর্মীয় অনুভূতিতে উস্কানি দেওয়ার) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us