অমিত শাহের প্রতিক্রিয়া: জিএসটি সংস্কার ঐতিহাসিক, সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের বড় স্বস্তি দেবে

অমিত শাহের প্রতিক্রিয়া।

author-image
Aniket
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গৃহীত জিএসটি করছাড় ও প্রক্রিয়াগত সংস্কারকে ঐতিহাসিক পদক্ষেপ বলে আখ্যা দিলেন।

তিনি লিখেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা প্রতিশ্রুতি দেন, তা পালন করেন। জিএসটি করহার হ্রাস ও প্রক্রিয়া সংস্কারের এই ঐতিহাসিক সিদ্ধান্ত গরিব ও মধ্যবিত্তকে বিশাল স্বস্তি দেবে। পাশাপাশি কৃষক, এমএসএমই, নারী ও যুবকদেরও সহায়তা করবে।”

অমিত শাহ আরও বলেন, “ব্যবস্থা সরলীকরণ ও সাধারণ নাগরিকের বোঝা কমানোর মাধ্যমে এই সংস্কার শুধু সহজ জীবনযাপনই নিশ্চিত করবে না, বরং ব্যবসার পরিবেশকেও সহজ করবে, বিশেষত ছোট ব্যবসায়ী ও উদ্যোগপতিদের জন্য। এটি সত্যিই ভারতের জন্য রূপান্তরমূলক সিদ্ধান্ত।”