ছট উৎসবে অমিত শাহর শুভেচ্ছা বার্তা

“বিহার জঙ্গল রাজমুক্ত হোক, নারীরা নিরাপদ থাকুক — এই প্রার্থনা ছট মাইয়ার কাছে”।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
chatt puja

নিজস্ব সংবাদদাতা: ছট উৎসবের সূচনায় বিহারের জনগণকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্বাচনী সফরের মধ্যেই তিনি উৎসবের আবহে বিহারের উন্নয়ন ও শান্তির জন্য প্রার্থনা করেন।

অমিত শাহ বলেন, “আপনারা সকলেই জানেন, আজ থেকে শুরু হয়েছে মহা উৎসব ছট। আমি বিহারের সকল মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ছট মাইয়ার কাছে প্রার্থনা করছি — আমাদের বিহার যেন জঙ্গল রাজ থেকে মুক্ত থাকে, আইনশৃঙ্খলা শক্তিশালী হয়, আমাদের বোন ও কন্যারা যেন নিরাপদ থাকে, আর ভবিষ্যতে বিহার যেন একটি উন্নত রাজ্যে পরিণত হয়।”

তিনি আরও বলেন, ছট উৎসব বিহারের আধ্যাত্মিকতা, পরিশ্রম ও সমাজের ঐক্যের প্রতীক। এই উৎসবের মাধ্যমে তিনি আশা প্রকাশ করেন যে, বিহারের প্রতিটি পরিবারে শান্তি, সুখ ও সমৃদ্ধি আসবে।

রাজনৈতিক মহলে শাহর এই বক্তব্যকে নির্বাচনী শুভেচ্ছা ও বার্তার মিশ্রণ হিসেবে দেখা হচ্ছে, যেখানে তিনি একদিকে জনগণের সঙ্গে আবেগের সংযোগ স্থাপন করেছেন, অন্যদিকে এনডিএ সরকারের “শৃঙ্খলা ও উন্নয়নমুখী প্রশাসন”-এর বার্তা পুনরায় তুলে ধরেছেন।