বামপন্থীরা শুনুন,নকশালরা অস্ত্র ধরলে গুলির মাধ্যমেই জবাব দেব ! বামপন্থীদের কড়া আক্রমণ করলেন অমিত শাহ

বামপন্থীদের কি বার্তা দিলেন অমিত শাহ ?

author-image
Debjit Biswas
New Update
amit shahjk1.jpg

নিজস্ব সংবাদদাতা : আজ নকশালবাদ নির্মূল করার প্রসঙ্গে কথা বলতে গিয়ে ফের একবার বামপন্থীদের কড়া আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তিনি বলেন,'' বামপন্থীরা নকশালদের পক্ষ নিয়ে বলে যে নকশালরা আমাদের লোক এবং তাদের কেন হত্যা করা হবে ? আমরা একথা স্পষ্ট করে বলতে চাই যে আমরা তাদের হত্যা করতে চাই না। আমাদের এই অভিযানে ২৯০ জনকে হত্যা করা হয়েছিল, কারণ তারা সশস্ত্র ছিল। আমরা এখনও পর্যন্ত ১,০৯০ জনকে গ্রেপ্তার করেছি। যেখানে গ্রেপ্তার করা সম্ভব ছিল, সেখানে আমরা গ্রেপ্তার করেছি।"

amit shah

এরপর তিনি বলেন,''এরমধ্যে প্রায় ৮৮১ জন নকশাল আত্মসমর্পণ করেছে এবং আমরা তাদের ভালোভাবে বেঁচে থাকার সুযোগ তৈরী করে দিয়েছি। কিন্তু যখন  নকশালরা অস্ত্র ধরেন এবং ভারতের নিরপরাধ নাগরিকদের হত্যা করতে বেরিয়ে পড়েন, তখন নিরাপত্তা বাহিনীর কাছে আর কোনও বিকল্প থাকে না। তখন গুলির জবাব গুলি দিয়েই দিতে হয়।''