BREAKING: সাইবার ক্রাইম রুখতে বড় পদক্ষেপ নিলেন অমিত শাহ ! শুরু হল ‘e-Zero FIR’ প্রকল্প

খুব শীঘ্রই এই প্রকল্প দেশব্যাপী চালু করা হবে।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : এবার সাইবার ক্রাইম রুখতে এক বড় পদক্ষেপ নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ এই বিষয়ে নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে তিনি লেখেন,''সাইবার অপরাধ মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রকের Indian Cybercrime Coordination Centre (I4C) ‘e-Zero FIR’ প্রকল্প চালু করেছে। এই প্রকল্পটি প্রথমে দিল্লিতে পাইলট প্রকল্প হিসেবে শুরু করা হয়েছে। মূলত ১০ লক্ষ টাকার বেশি আর্থিক প্রতারণামূলক কোনও সাইবার অপরাধ NCRP বা ১৯৩০ নম্বরে রিপোর্ট করা হলে, তা এবার স্বয়ংক্রিয়ভাবে FIR-এ রূপান্তরিত হবে।'' এই নতুন ব্যবস্থা সাইবার অপরাধীদের দ্রুত ধরার ক্ষেত্রে দারুন সহায়ক হবে।

TWEET