রাষ্ট্রপতি ভবনে হঠাৎ করেই দৌড়ে গেলেন অমিত শাহ ! কোনও বড় কারণ ?

কি ঘটতে চলেছে দিল্লিতে ?

author-image
Debjit Biswas
New Update
amit shah TEHRIKs.jpg

নিজস্ব সংবাদদাতা : আজ দিল্লির রাষ্ট্রপতি ভবনে হঠাৎ করেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে দেখা করতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্র মতে এই সাক্ষাৎ শুধুমাত্র একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। তবে রাষ্ট্রপতির সঙ্গে আজকের এই সাক্ষাতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। যদিও এই বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে সাধারণত এই ধরনের উচ্চ-পর্যায়ের বৈঠকে দেশের নিরাপত্তা, বিভিন্ন রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সমবায় ক্ষেত্রের সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়ে থাকে। যদিও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই বৈঠকটি রাজনৈতিক এবং প্রশাসনিক উভয় ক্ষেত্রেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ হিসেবেই বিবেচিত হচ্ছে।

Draupadi