BREAKING: কোনও হিন্দু কখনও সন্ত্রাসবাদী হতে পারে না ! রাজ্যসভায় আজ ঝড় তুললেন অমিত শাহ

কি বললেন অমিত শাহ ?

author-image
Debjit Biswas
New Update
filepic

নিজস্ব সংবাদদাতা : আজ রাজ্যসভায় নিজের বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের কার্যত নাস্তানাবুদ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন,''চিদাম্বরম সাহেব গতকাল বলেছেন যে ‘অপারেশন সিঁদুর’কে নির্ণায়ক বলা যায় না। আমি তাঁকে জিজ্ঞাসা করতে চাই যে,তাহলে কি ১৯৬৫ ও ১৯৭১-এর যুদ্ধ নির্ণায়ক ছিল ? যদি তাই ছিল, তাহলে সন্ত্রাসবাদ ফের কেন ছড়িয়ে পড়ল ? আসলে এত বছর ধরে যেহেতু তাদের (জঙ্গিদের) বিরুদ্ধে কোন দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া হয়নি,তাই তারা এখন কেনই বা আর ভয় পাবে ?''

x

এরপর তিনি বলেন,''চিদাম্বরম জিজ্ঞাসা করেছেন যে, কী প্রমাণ আছে যে জঙ্গিরা পাকিস্তান থেকে এসেছিল ? আমি তাকে বলতে চাই যে, তাঁর স্বরাষ্ট্রমন্ত্রী থাকার সময় তো আফজল গুরুকেই ফাঁসি দেওয়া হয়নি।  তাছাড়া হিন্দু সন্ত্রাসবাদের ধারণা কারা শুরু করেছিল ? আমি আজ গর্বের সঙ্গে বলতে পারি, এই দেশের কোনও  হিন্দু কখনও সন্ত্রাসবাদী হতে পারে না।"