হরিয়ানায় বড় জয় পেল বিজেপি ! টুইট করে শুভেচ্ছা জানালেন অমিত শাহ

কি বার্তা দিলেন অমিত শাহ ?

author-image
Debjit Biswas
New Update
modi shah

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি হরিয়ানার পৌরসভা ও পৌরসংস্থার নির্বাচনে ব্যাপক জয়লাভ করেছে বিজেপি। আর এবার এই বিষয়কে কেন্দ্র করেই নিজের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি হরিয়ানায় বিজেপির এই জয়কে "জনতার আশীর্বাদ" বলে অভিহিত করেছেন।

filepic

নিজের এক্স ( আগের টুইটার ) হ্যান্ডেলে তিনি লেখেন, "হরিয়ানার জনগণ কেবলমাত্র মোদিজিকেই বিশ্বাস করে। বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর এবার পৌরসভা ও পৌরসংস্থার নির্বাচনেও বিজেপিকে আশীর্বাদ দেওয়ার জন্য আমি হরিয়ানার জনগণের প্রতি কৃতজ্ঞ। মোদিজির নেতৃত্বে, বিজেপি এখন ওয়ার্ড থেকে বিধানসভা, পঞ্চায়েত থেকে সংসদ পর্যন্ত মানুষের প্রথম পছন্দ হয়ে উঠেছে।"