নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি হরিয়ানার পৌরসভা ও পৌরসংস্থার নির্বাচনে ব্যাপক জয়লাভ করেছে বিজেপি। আর এবার এই বিষয়কে কেন্দ্র করেই নিজের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি হরিয়ানায় বিজেপির এই জয়কে "জনতার আশীর্বাদ" বলে অভিহিত করেছেন।
/anm-bengali/media/media_files/kFjRXuMHuXhXyFucfKtc.JPG)
নিজের এক্স ( আগের টুইটার ) হ্যান্ডেলে তিনি লেখেন, "হরিয়ানার জনগণ কেবলমাত্র মোদিজিকেই বিশ্বাস করে। বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর এবার পৌরসভা ও পৌরসংস্থার নির্বাচনেও বিজেপিকে আশীর্বাদ দেওয়ার জন্য আমি হরিয়ানার জনগণের প্রতি কৃতজ্ঞ। মোদিজির নেতৃত্বে, বিজেপি এখন ওয়ার্ড থেকে বিধানসভা, পঞ্চায়েত থেকে সংসদ পর্যন্ত মানুষের প্রথম পছন্দ হয়ে উঠেছে।"