বিহারের পর বাংলাতেও বিজেপি সরকার গড়বে ! ফের বাংলায় সরকার গড়ার ডাক দিলেন অমিত শাহ

কি ডাক দিলেন অমিত শাহ ?

author-image
Debjit Biswas
New Update
x

নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন (AMC)-এর বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কংগ্রেস এবং এর নেতৃত্ব রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করেছেন। তিনি দাবি করেছেন, বিহারের মতো পশ্চিমবঙ্গকেও বিজেপি জয় করবে এবং রাজ্যে সরকার গঠন করবে।

বিভিন্ন রাজ্যে কংগ্রেসের পরাজয় সত্ত্বেও রাহুল গান্ধী ইভিএম (EVM) নিয়ে যে অভিযোগ তুলেছেন, তার কড়া সমালোচনা করেছেন অমিত শাহ। তিনি বলেন, দেশের মানুষ কংগ্রেস বা রাহুল গান্ধীর নেতৃত্বকে আর গ্রহণ করছে না।

Amit shah

তিনি বলেন,''মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি এবং বিহারে কংগ্রেস পরাজিত হয়েছে। কিন্তু রাহুল গান্ধী এখনও ইভিএমকে দোষ দিচ্ছেন। দেশের মানুষ কংগ্রেস বা এর নেতৃত্ব, রাহুল গান্ধীকে গ্রহণ করছে না। বিহারের পর, ভারতীয় জনতা পার্টি বাংলাতেও নির্বাচন জিতবে এবং সরকার গঠন করবে।"