যারা এই মতাদর্শকে লালন-পালন করে তাদেরকে শাস্তি দিতে হবে ! নকশালবাদ নিয়ে বড় মন্তব্য করলেন অমিত শাহ

কি বললেন অমিত শাহ ?

author-image
Debjit Biswas
New Update
amit shahjk3.jpg

নিজস্ব সংবাদদাতা : আজ 'ভারতমন্থন-২০২৫: নকশাল মুক্ত ভারত' (Bharat Manthan-2025: Naxal Mukt Bharat) শীর্ষক অধিবেশনে ভাষণ দিতে গিয়ে নকশালবাদ নিয়ে এক বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তিনি বলেন,''অনেকেই এমনটা বিশ্বাস করেন যে, নকশালরা মানুষ হত্যা বন্ধ করলেই ভারত থেকে নকশালবাদ নির্মূল হয়ে যাবে। তবে এটা সত্যি নয়। নকশালবাদ ভারতে বিকশিত হয়েছে, কারণ এই মতাদর্শকে আমাদের সমাজের ভেতরের কিছু মানুষ লালন-পালন করেছেন।"

amit shah bjjp.jpg

এরপর তিনি বলেন,''যারা নকশালদের মতাদর্শকে লালন-পালন করে চলেছে, আমাদের অবশ্যই তাদের চিহ্নিত করতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে  হবে।"