NDA-র পাঁচটি দল ঠিক পঞ্চপাণ্ডবের মতো ! শেষ মুহূর্তের প্রচারে বিহারে ঝড় তুললেন অমিত শাহ

কি বললেন অমিত শাহ ?

author-image
Debjit Biswas
New Update
amit shahjk1.jpg

নিজস্ব সংবাদদাতা : প্রথম দফার ভোটের আগে বিহারে ফের একবার ঝড় তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আজ একটি জনসভা থেকে তিনি বলেন,''আগামী ৬ নভেম্বর এখানে প্রথম দফার নির্বাচন হবে। ৬ নভেম্বর আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে বিহারের শাসনভার কাদের হাতে থাকবে। এই শাসনভার সেই হাতে থাকবে, যারা ১৫ বছর ধরে 'জঙ্গলের রাজত্ব' কায়েম করেছিল ? নাকি এনডিএ (NDA)-র হাতে থাকবে, যারা ২০ বছর ধরে বিহারে সুশাসন এনেছে।"

amit shah

এরপর তিনি বলেন,''২০ বছর ধরে নীতিশ বাবু, এবং তারমধ্যে ১১ বছর ধরে প্রধানমন্ত্রী মোদি ও নীতিশ বাবু একসঙ্গে বিহারের উন্নয়নের জন্য কোনও প্রচেষ্টাই বাকি রাখেননি। এই নির্বাচনে এনডিএ (NDA)-র পাঁচটি দল ঠিক পঞ্চপাণ্ডবের মতো একযোগে নির্বাচনী ময়দানে নেমেছি।"