বিরাট পদক্ষেপ BJP-র, একজোট হলেন জেপি নাড্ডা-অমিত শাহ

বিধানসভা ভোটের আগে ছত্তিশগড়ে ঠাসা কর্মসূচি নিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)।

author-image
SWETA MITRA
New Update
amit shah jp nadda.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ বিধানসভা ভোটের আগে ছত্তিশগড়ে ঠাসা কর্মসূচি নিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)।আজ সোমবার রায়পুরে দাঁড়িয়ে এমনই বললেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি অরুণ সাও। তিনি জানিয়েছে,কেন্দ্রীয়স্বরাষ্ট্রমন্ত্রীঅমিতশাহ২২জুনছত্তিশগড়েরদুর্গেজনসভায়ভাষণদেবেনএবং৩০জুনবিজেপিসভাপতিজেপিনাড্ডা 'জনযোগাযোগমহাঅভিযানের' অংশহিসাবেবিলাসপুরজেলাসফরকরবেন।মোদীসরকারেরবছরপূর্তিউপলক্ষে৩০মেথেকে৩০জুনপর্যন্তসারাদেশেএইঅভিযানশুরুকরাহয়েছে।‘ দেখুন ভিডিও...