/anm-bengali/media/media_files/gmMTCQKa0i5juMvMxHDY.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: একাধিক বিরোধী নেতা তাদের অ্যাপল ডিভাইসের 'হ্যাকিং' করার বিষয়ে অভিযোগ জানিয়েছেন। যা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন রাহুল গান্ধী। এবার এই প্রসঙ্গে পালটা প্রতিক্রিয়া দিলেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য।
এদিন তিনি বলেন, “অ্যাপল স্পষ্ট করেছে যে তারা সারা বিশ্বে এই ধরনের বেশ কয়েকটি বিজ্ঞপ্তি পাঠিয়েছে। প্রায় ১৫০টি কাউন্টির ব্যবহারকারীরা এই ধরনের বিজ্ঞপ্তি পেয়েছেন। কেন এই ধরনের বিজ্ঞপ্তির সূত্রপাত হয়েছে তা নির্দেশ করার জন্য। সুতরাং, সরকারের নির্দেশে এটি করা হচ্ছে বলে বিরোধীদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। রাহুল গান্ধী স্পষ্টতই বিদেশী অর্থায়নে পরিচালিত এজেন্সির প্রভাবে এই বিষয়গুলি নিয়ে থাকেন কিন্তু তদন্তে কখনোই সহযোগিতা করেননি। বিরোধীদের কাছে সরকারকে আক্রমণ করার মত কোনো ইস্যু নেই এবং তাই তারা এই মিথ্যা অভিযোগের আশ্রয় নিচ্ছে”।
#WATCH | On multiple opposition leaders allege 'hacking' of their Apple devices, BJP IT Cell chief Amit Malviya says "Apple has clarified that they have sent several such notifications across the world. Approximately users in 150 counties have received such notifications and they… pic.twitter.com/33PVN17fhP
— ANI (@ANI) October 31, 2023
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us