উৎসবের মধ্যে অধিবেশন, চরম নিশানা শিবসেনার চর্চিত নেত্রীর

কেন্দ্রকে নিশানা করলেন শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী। 

author-image
Aniket
18 Sep 2023
dew

নিজস্ব সংবাদদাতা: এবার বিশেষ অধিবেশন নিয়ে কেন্দ্রকে চরম নিশানা করলেন শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী। তিনি বলেছেন, "বিশেষ অধিবেশন তাড়াহুড়ো করে ডাকা হয়েছে, কোনো এজেন্ডা ছাড়াই। কেন্দ্রীয় সরকার এজেন্ডা দিচ্ছে না। আটটি বিলের দিকে লক্ষ্য করলে দেখা যায়, শুধুমাত্র প্রধান নির্বাচন কমিশনার সংক্রান্ত বিলটিই গুরুত্বপূর্ণ- আমরা এর তীব্র বিরোধিতা করব। অন্যান্য বিলগুলি শীতকালীন অধিবেশন পর্যন্ত অপেক্ষা করতে পারত। উত্তর ভারত জুড়ে আজ হরতালিকা তিজ পালিত হচ্ছে এবং মহারাষ্ট্র ও অন্যান্য রাজ্যে আগামীকাল গণেশ চতুর্থী উদযাপন করা হবে। এর মাঝখানে আপনি অধিবেশন ডেকেছেন। এটি কেন্দ্রের মনে কি রয়েছে তা সন্দেহ তৈরি করে"।