/anm-bengali/media/media_files/2025/11/11/screenshot-2025-11-11-pm-2025-11-11-22-24-10.png)
নিজস্ব সংবাদদাতা: রাজ্যের মন্ত্রী ঝাবর সিং খারা জানিয়েছেন যে আগামী দুই থেকে তিন মাসের জন্য এটি একটি বিকল্প ব্যবস্থা হিসেবে গ্রহণ করা হয়েছে। তিনি জানান, SIR সম্পন্ন হওয়ার পর পিছিয়ে থাকা শ্রেণি কমিশন পক্ষ থেকে দেহওয়ারি ভিত্তিতে সকল তথ্য সরকারকে সরবরাহ করা হবে।
/anm-bengali/media/post_attachments/110f3d9a-580.png)
মন্ত্রী আরও বলেন, তথ্য হাতে পেলেই তিন দিনের মধ্যে সংরক্ষণ লটারি পরিচালিত হবে। এরপর ওয়ান স্টেট, ওয়ান ইলেকশন নীতির আওতায় নির্বাচন অনুষ্ঠিত করার প্রস্তাব রাজ্য নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে। তিনি জানান, কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। যে কর্মকর্তা যেই দায়িত্বে থাকবেন, তাঁকে জনস্বার্থে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতেই হবে।
#WATCH | Jaipur, Rajasthan: State Minister Jhabar Singh Kharra says, "This is an alternative arrangement for two to three months. As soon as the SIR is completed, the Backward Classes Commission will provide us with the data of the backward classes body-wise. We will conduct the… pic.twitter.com/gz3HBJoEms
— ANI (@ANI) November 11, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us