নিজস্ব সংবাদদাতাঃঅপেক্ষার অবসান ঘটল অবশেষে। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া সংসদের বিশেষ অধিবেশনকে সামনে রেখে আজ সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। সংসদ গ্রন্থাগার ভবনে সব দলের নেতাদের একটি বৈঠক চলছে। সংসদের পাঁচ দিনব্যাপী বিশেষ অধিবেশন শুরু হবে ১৮ সেপ্টেম্বর এবং শেষ হবে ২২ সেপ্টেম্বর।
#WATCH | Delhi: All-party meeting underway at the Parliament library building, ahead of the special session of Parliament that will begin tomorrow pic.twitter.com/Sn66dXZ3yo