দীপাবলি বনাম ক্রিসমাস বিতর্কে অখিলেশ, পাল্টা প্রতিক্রিয়ায় উত্তাল অযোধ্যা

দীপাবলির সঙ্গে ক্রিসমাসের তুলনা করে বিপাকে অখিলেশ যাদব।

author-image
Tamalika Chakraborty
New Update
akhilesh yadavfg1.jpg

নিজস্ব সংবাদদাতা:সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব দীপাবলি নিয়ে তুলনা করেন ক্রিসমাসের উৎসবের সঙ্গে। তিনি বলেন, বিশ্বের অনেক শহর মাসের পর মাস আলোর সাজে থাকে ক্রিসমাস উপলক্ষ্যে, আমাদেরও শেখা উচিত। কেন এত টাকা মাটির প্রদীপ ও মোমবাতিতে ব্যয় হচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন অখিলেশ। জানিয়েছেন, দীপাবলিতে সৌন্দর্য হতে পারে আরও বেশি, তাই শুধু প্রদীপ নয়, আরও উন্নতিভাবে আলোকসজ্জা করা উচিত।

c

এই মন্তব্য ঘিরে বিরোধিতা করেন বিশ্ব হিন্দু পরিষদ নেতা বিনোদ বংশল। তিনি বলেন, “অযোধ্যায় আজ এমন পরিবেশ তৈরি হয়েছে, মানুষ বুঝতে পারছে এটি রামলালার শহর। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অনেক চেষ্টা করেছেন অযোধ্যাকে আলোকিত করতে, যা আগে অন্ধকার ছিল। আমরা প্রদীপ জ্বালাচ্ছি দীপোৎসবে, কিন্তু কারও কারও মনে খোঁচা লাগছে। আজ দীপাবলিকে ক্রিসমাসের সঙ্গে তুলনা করা হচ্ছে!” সমাজে দীপাবলির ঐতিহ্য ও গুরুত্ব নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান তিনি।