চুরি ছোট বিষয়,ভোটে ডাকাতি করেছে নির্বাচন কমিশন ! নির্বাচন কমিশনকে ফের তোপ দাগলেন অখিলেশ

কি বললেন অখিলেশ যাদব ?

author-image
Debjit Biswas
New Update
c

নিজস্ব সংবাদদাতা : ফের একবার ভারতীয় নির্বাচন কমিশনকে (ECI) তোপ দাগলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। তিনি বলেন,''ভোট চুরি খুব ছোট বিষয়, বিজেপির সহায়তায় নির্বাচন কমিশন এখানকার ভোটে ডাকাতি বা অপহরণ করেছে। চুরি, ডাকাতি, অপহরণ সব মিলিয়ে যা হয়,সেটিই ছিল এখানকার নির্বাচন।”

akhilesh yadavv1.jpg