/anm-bengali/media/media_files/u0DTGFsdnwzHzHJ6unGw.jpg)
নিজস্ব প্রতিনিধিঃ মহারাষ্ট্রেচলমানরাজনৈতিকসঙ্কটেরমধ্যে, অজিতপাওয়ারএবংশরদপাওয়ারউভয়ইনিজেদেরআসলএনসিপিহিসাবেদাবি করেছে। এদিকে যত সময় এগোচ্ছে দুই গোষ্ঠী বিশেষ করে অজিত পাওয়ার ও শরদ পাওয়ারের মধ্যে দ্বন্দ্ব চওড়া হচ্ছে। আজ বুধবার মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে কড়া ভাষায় আক্রমণ করলেন শরদ পাওয়ার (Sharad Pawar)। এন সিপি সভাপতি বলেন, ‘দলের নির্বাচনী প্রতীক আমাদের সঙ্গে আছে, এটি কোথাও যাবে না। যারা আমাদের ক্ষমতায় এনেছে এবং দলীয় কর্মীরা সকলেই আমাদের সঙ্গে আছে। যে যে বিধায়করা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা আমাদের বিশ্বাস করেনি। অজিত পাওয়ারের গোষ্ঠী কোনও পদ্ধতি অনুসরণ করেনি।‘
ভাইপো অজিত পাওয়ারকে উদ্দেশ্য করে এদিন শরদ পাওয়ার বলেন, ‘বিজেপি এনসিপিকে দুর্নীতিগ্রস্ত বলেছে। তাহলে বিজেপি এখন এনসিপির সাথে জোট করেছেন কেন? অজিত পাওয়ারের যদি কোনও সমস্যা থাকত, তাহলে তাঁর আমার সঙ্গে কথা বলা উচিত ছিল। তার মনে যদি কিছু থাকত, তাহলে তিনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারতেন।‘
The party symbol is with us, it is not going anywhere. The people and party workers who brought us to power are with us: NCP President Sharad Pawar https://t.co/IppjUVijAzpic.twitter.com/oKsaULDWIv
— ANI (@ANI) July 5, 2023
"Ajit Pawar should have spoken to me if he had any problems. If he had something on his mind he could have approached me," says NCP chief Sharad Pawar at the meeting of his faction's leaders in Mumbai pic.twitter.com/76LgN3pNoJ
— ANI (@ANI) July 5, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us