বিশকেকে কাজাখস্তানের নিরাপত্তা সচিবের সঙ্গে বৈঠকে অজিত ডোভাল, সন্ত্রাস ও চরমপন্থা রুখতে যৌথ উদ্যোগে জোর

"আঞ্চলিক নিরাপত্তা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সমন্বিত লড়াইয়ে কাজ করবে ভারত ও কাজাখস্তান" — বৈঠকে মতবিনিময়।

author-image
Aniket
New Update
G3ZcCZDWcAAOKTE

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভাল ১৬ অক্টোবর ২০২৫ তারিখে কিরগিজ প্রজাতন্ত্রের বিশকেকে কাজাখস্তানের নিরাপত্তা পরিষদের সচিব গিজাত দাউরেনবেকোভিচ নুরদাউলেতভ-এর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন।

ভারতীয় দূতাবাস এক টুইটে জানিয়েছে, দুই দেশের প্রতিনিধিরা নিরাপত্তা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যালোচনা করেন এবং একাধিক সাধারণ চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে আলোচনা করেন। এর মধ্যে ছিল সন্ত্রাসবাদ, চরমপন্থা, মৌলবাদ ও মাদক পাচারের মতো গুরুত্বপূর্ণ ইস্যু।

তাঁরা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন এবং বহুপাক্ষিক নিরাপত্তা কাঠামোর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখার ব্যাপারে একমত হন।

এই বৈঠক ভারত ও কাজাখস্তানের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করবে বলে আশা করা হচ্ছে। নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের মধ্যে এ ধরনের সমন্বয় আগামীতেও অব্যাহত থাকবে।