নিজস্ব সংবাদদাতা : ভারতে স্টারলিংকের উচ্চগতির ইন্টারনেট পরিষেবা চালু করতে স্পেসএক্স-এর সঙ্গে চুক্তিবদ্ধ হলো এয়ারটেল। এই চুক্তির অধীনে, এয়ারটেল স্পেসএক্স-এর স্টারলিংক পরিষেবা ব্যবহার করে, ভারতে তাদের গ্রাহকদের উচ্চগতির ইন্টারনেট পরিষেবা দেবে। তবে এই পরিষেবা কার্যকর করার জন্য, স্পেসএক্সকে ভারতে স্টারলিংক বিক্রির প্রয়োজনীয় অনুমোদন পেতে হবে।
/anm-bengali/media/media_files/2025/03/11/MXCeBc48BYYaLBU3Zdd1.jpeg)
তবে এই চুক্তি দেশের ইন্টারনেট পরিষেবাকে আরও শক্তিশালী করে তুলবে বলে মনে করা হচ্ছে।