দিল্লিতে বায়ুদূষণ চরমে

অক্ষরধাম এলাকায় ঘন কুয়াশার চাদর, দূষণমাত্রা পৌঁছল ‘খুব খারাপ’ পর্যায়ে।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-03 10.25.32 AM

নিজস্ব সংবাদদাতা: রাজধানী দিল্লির অক্ষরধাম এলাকাজুড়ে সোমবার সকালে ঘন ধোঁয়া ও কুয়াশার চাদর নেমে এসেছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (CPCB) তথ্য অনুযায়ী, ওই অঞ্চলের বায়ুগুণমান সূচক (AQI) ৩৪৭-এ পৌঁছেছে, যা ‘খুব খারাপ’ বা Very Poor বিভাগে পড়ে।

এই মাত্রার দূষণ শ্বাস-প্রশ্বাসের সমস্যা, চোখ জ্বালা এবং ফুসফুসের রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য বিশেষভাবে ক্ষতিকর বলে সতর্ক করেছে বিশেষজ্ঞরা।