New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ডিজিএমও-র বৈঠকের আগে সেনার সাংবাদিক বৈঠক। এয়ার মার্শাল এ কে ভারতী দিলেন বিশেষ তথ্য। তিনি বলেন, "৭ মে শুধুমাত্র জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত। আমাদের লড়াই পাক সেনাদের সঙ্গে নয়, আমাদের লড়াই জঙ্গিদের বিরুদ্ধে। পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে সেনা। পাক বিমানে হামলা করেছে বায়ু সেনা। আমাদের জবাবে পাকিস্তানের যা ক্ষতি হয়েছে তা ওদের কারণেই হয়েছে। চীনে তৈরি রকেট উড়ে এসেছিল পাকিস্তান থেকে। চীনে তৈরি পাক ড্রোনকে ধ্বংস করা হয়েছে"।
/anm-bengali/media/post_attachments/cdn/shop/articles/Air_Marshal_AK_Bharti-591698.jpg?v=1746982444)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us