এয়ার কানাডার সঙ্গে কোডশেয়ার চুক্তি পুনরুদ্ধার এয়ার ইন্ডিয়ার, ২ ডিসেম্বর থেকে কানাডার ৬টি শহরে সরাসরি সংযোগ

কি জানালো এয়ার ইন্ডিয়া ?

author-image
Debjit Biswas
New Update
d

নিজস্ব সংবাদদাতা : ভারত ও কানাডার মধ্যে বিমান যোগাযোগ আরও বাড়াতে সহযোগী স্টার অ্যালায়েন্সের সদস্য এয়ার কানাডার সঙ্গে কোডশেয়ার চুক্তি পুনরুদ্ধার করার কথা ঘোষণা করল এয়ার ইন্ডিয়া। এই চুক্তি আগামী ২ ডিসেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে। এই চুক্তির ফলে এয়ার ইন্ডিয়া তার গ্রাহকদের ভ্যাঙ্কুভার এবং লন্ডন (হিথরো) গেটওয়ে হয়ে কানাডার মোট ছয়টি নতুন গন্তব্যে সুবিধাজনক সংযোগ দেওয়ার সুযোগ পাবে। এয়ার ইন্ডিয়া এখন এয়ার কানাডা পরিচালিত নিম্নলিখিত রুটগুলিতে তার 'AI' ডিজাইনেটর কোড ব্যবহার করতে পারবে:

Air India

ভ্যাঙ্কুভার (Vancouver) থেকে: ক্যালগারি (Calgary), এডমন্টন (Edmonton), উইনিপেগ (Winnipeg), মন্ট্রিয়ল (Montréal) এবং হ্যালিফ্যাক্স (Halifax)। এছাড়াও, লন্ডন (হিথরো) থেকে ভ্যাঙ্কুভার ও ক্যালগারির পথেও এই কোডশেয়ার ফ্লাইট মিলবে।

এয়ার ইন্ডিয়ার সিইও ও ম্যানেজিং ডিরেক্টর ক্যাম্পবেল উইলসন জানিয়েছেন, "প্রতি বছর দুই মিলিয়নেরও বেশি মানুষ ভারত ও কানাডার মধ্যে যাতায়াত করেন। এয়ার কানাডার সঙ্গে আমাদের অংশীদারিত্ব পুনরুদ্ধার হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষের যাত্রা আরও সহজ হবে।"