দেশে বড়সড় জঙ্গি হামলা, বাতিল Air India-র বিমান

ইসরায়েলের (Israel) ওপর এখন পর্যন্ত সবচেয়ে বড় হামলা চালিয়েছে গাজা। প্রাপ্ত তথ্য অনুযায়ী, হামাস ইসরায়েলের ওপর পাঁচ হাজারেরও বেশি রকেট নিক্ষেপ করেছে।

author-image
SWETA MITRA
New Update
AIR INDIAA.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ইসরায়েলের (Israel) ওপরহামাসেরমারণ হামলার ঘটনায় গোটা বিশ্বজুড়ে আলোড়নের সৃষ্টি হয়েছে। এদিকে এহেন অবস্থায় বড় মন্তব্য করল এয়ার ইন্ডিয়া (Air India)। জানা গিয়েছে, আজঅক্টোবরদিল্লিথেকেতেলআবিবগামীএয়ারইন্ডিয়ারএকটিফ্লাইটএবংতেলআবিবথেকেদিল্লিগামীফিরতিফ্লাইটএআই১৪০অতিথিক্রুদেরস্বার্থেবাতিলকরাহয়েছে।এয়ার ইন্ডিয়ার মুখপাত্রের তরফে জানানো হয়েছে, যাত্রীদেরপ্রয়োজনঅনুযায়ীসবধরনেরসহায়তাদেওয়াহচ্ছে।