বিমান চালাচ্ছিলেন অযোগ্য পাইলটরা? এয়ার ইন্ডিয়ার ভেতরে চাঞ্চল্যকর কেলেঙ্কারি ফাঁস, পদচ্যুত ৩ শীর্ষকর্তা!

বিশ্রাম ছাড়াই পাইলটদের কাজ করতে বাধ্য করত এয়ার ইন্ডিয়া।

author-image
Tamalika Chakraborty
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: এয়ার ইন্ডিয়ার একাধিক গুরুতর গাফিলতি ও অপারেশনের ভুলের জন্য তিনজন শীর্ষস্থানীয় আধিকারিককে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল দেশের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা DGCA (ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন)। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংস্থার ভেতরে দীর্ঘদিন ধরে চলে আসা 'সিস্টেমিক ফেলিওর' বা গঠনতান্ত্রিক ব্যর্থতার অভিযোগে।

DGCA-র বক্তব্য অনুযায়ী, এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে যে স্বেচ্ছামূলকভাবে গাফিলতির কথা জানানো হয়েছে, তা প্রমাণ করে ক্রু নির্ধারণ, নিয়ম মেনে চলা ও অভ্যন্তরীণ দায়বদ্ধতার ক্ষেত্রে ব্যাপক গলদ রয়েছে। নিয়মিতভাবে এমন সব উড়ান চালানো হয়েছে যেখানে পাইলটদের লাইসেন্স সংক্রান্ত নিয়ম, বিশ্রামের সময় বা রিসেন্টি চেক করা হয়নি ঠিকভাবে। এমনকি কয়েকটি ক্ষেত্রে নিয়ম ভেঙেই পাইলটদের ডিউটিতে পাঠানো হয়েছে।

d

এই ঘটনার জন্য সরাসরি যাঁরা দায়ী, তাঁদের চিহ্নিত করে DGCA নির্দেশ দিয়েছে তাঁদের অবিলম্বে পদ থেকে সরিয়ে দিতে। এই তিনজন হলেন চুরাহ সিং, যিনি ডিভিশনাল ভাইস প্রেসিডেন্ট পদে ছিলেন, পিঙ্কি মিত্তল, ডিওপিএস ও ক্রু স্কেডিউলিংয়ের চিফ ম্যানেজার, এবং পায়েল অরোরা, যিনি ক্রু স্কেডিউলিং প্ল্যানিং বিভাগে ছিলেন।

DGCA জানিয়েছে, এইসব ভুল প্রথম ধরা পড়ে যখন এয়ার ইন্ডিয়া তাদের পুরনো ARMS সফটওয়্যার থেকে CAE Flight এবং Crew Management System-এ রূপান্তর করে। তখনই নানা ভুল ও অনিয়ম সামনে আসে।