উত্তর-পূর্ব ভারত আর কোনও দূরবর্তী স্থান নয় ! গুয়াহাটিতে ভারতীয় বিমানবাহিনীর মেগা এয়ার শো নিয়ে উচ্ছসিত এয়ার চিফ মার্শাল

কি বললেন এয়ার চিফ মার্শাল ?

author-image
Debjit Biswas
New Update
indian air force

নিজস্ব সংবাদদাতা : আজ গুয়াহাটিতে ব্রহ্মপুত্র নদের তীরে এক বিশাল এয়ার শো (Air Show)-এর আয়োজন করল ভারতীয় বিমান বাহিনী (IAF)। এই অঞ্চলে বিমান বাহিনীর শক্তি ও দক্ষতা প্রদর্শনকারী এই এয়ার শো ছিল এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা। এই এয়ার শো-এর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এয়ার চিফ মার্শাল এপি সিং (AP Singh) উত্তর-পূর্ব ভারতের গুরুত্ব এবং এই অঞ্চলের প্রতি বিমান বাহিনীর প্রতিশ্রুতির উপর বিশেষ জোর দেন।

তিনি বলেন,''দেশের এই অংশে এমন একটি এয়ার শো করতে পারাটা সত্যিই সম্মানের। আমরা দুই-তিন বছর ধরে উত্তর-পূর্বাঞ্চলে আসার চেষ্টা করছিলাম। তাই শুধু এই শো-এর জন্য আমরা আমাদের প্রথাগত সময় অক্টোবর থেকে নভেম্বরে বদলেছি, যাতে আমরা এখানে এই শো-টি করতে পারি।"

hasimara air force

এরপর তিনি আরও বলেন,''উত্তর-পূর্ব ভারত আর কোনও দূরবর্তী স্থান নয়। আমাদের বিভিন্ন ডিসপ্লে দল দীর্ঘদিন ধরে উত্তর-পূর্বে আসছে এবং কাজ করে চলেছে। এবং এই প্রথমবার আমরা এখানে এয়ার ফোর্স ডে উদযাপন করলাম।"