BREAKING : পহেলগাঁও হামলা নিয়ে সরকারকে ফের দ্রুত পদক্ষেপের আহ্বান জানালেন ওয়াইসি !

কি বললেন আসাদুদ্দিন ওয়াইসি ?

author-image
Debjit Biswas
New Update
asaduddin owaisiq.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার পহেলগাঁও হামলা নিয়ে, ফের একবার কেন্দ্রীয় সরকারকে দ্রুত পদক্ষেপের আহ্বান জানালেন এআইএমআইএম (AIMIM) চিফ ও সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। তিনি বলেন,''সর্বদলীয় বৈঠকে বিরোধীরা বারংবার সরকারের কাছে এই দাবি করেছে, যে সরকার যেন এই হামলার ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেয়। কেন্দ্রীয় সরকারের উচিৎ নিহতদের পরিবারকে দ্রুত ন্যায়বিচার দেওয়া এবং সন্ত্রাসবাদকে পুরোপুরি নির্মূল করে দেওয়া।''

asaduddin owaisin1.jpg

এরপর তিনি বলেন,''সরকার যা পদক্ষেপ নেবে, আমরা তাতেই সরকারের পাশে আছি, কিন্তু সরকার কী করবে এবং কবে করবে, সেটাও আমাদের জানানো উচিৎ।”