বাতিল হবে ওয়াকফ আইন ! বড় পদক্ষেপ নিলেন আসাদউদ্দিন ওয়াইসী

কি বড় পদক্ষেপ নিতে চলেছেন এআইএমআইএম (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়াইসী ?

author-image
Debjit Biswas
New Update
asaduddin owaisiq.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার ওয়াকফ আইনকে বাতিল করার জন্য এক বড় পদক্ষেপ নিতে চলেছেন এআইএমআইএম (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়াইসী। আজ নিজেই এই কথার ঘোষণা করেন তিনি। তিনি জানিয়েছেন, '' আগামী ১৯ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে ১০টা পর্যন্ত, হায়দ্রাবাদে ওয়াকফ আইন ২০২৫-এর বিরোধিতায় একটি জনসভার আয়োজন করেছে ,অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ (AIMPLB) বোর্ড। এই সভার সভাপতিত্ব করবেন বোর্ডের সভাপতি খালিদ সইফুল্লাহ রহমানি।''

asaddudinqw1.jpg

এরপর তিনি জানিয়েছেন,''অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার মুসলিম সংগঠনগুলিও এতে অংশ নেবে এবং এই আইন যে মুসলিমদের পক্ষে নয়, এই  বিষয়ে জনসচেতনতা গড়ে তুলবে।''