/anm-bengali/media/media_files/aqLgrQfQWoQ5sIZg5Umw.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : সংসদের লগইন আইডি ও পাসওয়ার্ড দুবাইয়ের ব্যবসায়ীকে দেওয়ার কথা প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। আর এবাই সেই ইস্যুতেই আসরে নামলেন বিজেপির অগ্নিমিত্রা পল। তার বক্তব্য, মহুয়া নিজের কীর্তির কথা স্বীকার করে নিয়েছেন। তিনি দাবি করেছেন যে প্রশ্নগুলি তার কিন্তু হিরানন্দানি অফিস থেকে পোস্ট করা হয়েছে।যদি মহুয়ার প্রশ্নই হয়ে থাকে তাহলে তিনি নিজে পোস্ট করলেন না কেন? ঘটনায় জাতীয় নিরাপত্তার সুস্পষ্ট লঙ্ঘিত হয়েছে বলে সুর চড়ান বিজেপি বিধায়ক।
প্রসঙ্গত, মহুয়া মৈত্র জানিয়েছেন যেব্যস্ততার কারণেই বন্ধু দর্শন হিরানন্দানির সঙ্গে আইডি-পাসওয়ার্ড শেয়ার করেছিলেন বলে দাবি তার। সংসদে কি কি প্রশ্ন করবেন তা সংসদের ওয়েবসাইটে পোস্ট মারফত জানানো হত। আর প্রশ্ন তৈরির কাজে মহুয়াকে হেল্প করতেন দুবাইয়ের ব্যবসায়ী। হিরানন্দানির অফিসের কর্মী মহুয়াকে টাইপ করে প্রশ্ন পাঠিয়ে দিত লিখে। তারপর একবার চোখ বুলিয়ে নিতেন মহুয়া। প্রশ্নগুলি ইমেইলে পাঠানোর পর তার মোবাইলে ওটিপি আসত। তিনি ওই ওটিপি দিলে তবেই প্রশ্নগুলি জমা করা যেত। এটাকে জাতীয় নিরাপত্তার ইস্যু বানানো হচ্ছে বলেও মহুয়া তোপ দাগেন নিশিকান্ত দুবের বিরুদ্ধে। তার সাফ কথা,সংসদের ইমেইল আইডি নিয়ে কোনও নিয়ম নেই। কে লগ ইন করতে পারবে, তা নিয়ে কোনও নিয়ম নেই।
In @IndiaToday interview @MahuaMoitra admitted she shared login password with @DarshanHira
— Agnimitra Paul BJP (@paulagnimitra1) October 28, 2023
She claimed the questions were hers but posted from Hiranandani office
If it was Mahua’s question then why didn’t she post it herself?
its a clear breach of NATIONAL SECURITY
/anm-bengali/media/post_attachments/dOGBPP9ikJY307tmqU9p.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us