ভর দুপুরে বড় খবর, শেষমেশ মহুয়া মৈত্রকে বরখাস্ত!

আর কি মাথা তুলে দাঁড়াতে পারবেন না তৃণমূল সাংসদ মহুয়া?

author-image
SWETA MITRA
New Update
za mahua.jpgza mahua.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)-কে নিয়ে বড় দাবি করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। ঘুষকাণ্ডে আজ বৃহস্পতিবার এথিক্স কমিটির মুখোমুখি হতে চলেছেন তৃণমূল সাংসদ। অন্যদিকে অগ্নিমিত্রা টুইট বার্তায় লেখেন, 'দুবাই থেকে মহুয়া মৈত্রের এমপি আইডি ৪৭ বার খোলা হয়েছে। মহুয়া মৈত্র কর্পোরেট তিলের মতো আচরণ করেছেন এবং দেশের নিরাপত্তা নিয়ে খেলেছেন। নৈতিকতা কমিটির উচিত মহুয়াকে বরখাস্ত করা।'