'সব রেকর্ড ভেঙে গিয়েছে', বড় দাবি প্রধানমন্ত্রী মোদীর

শুরু হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান।

author-image
SWETA MITRA
New Update
aaaaa

নিজস্ব সংবাদদাতাঃ আজ রবিবার ফের একবার দেশবাসীর উদ্দেশ্যে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ তিনি ১০৬ তম মন কি বাত (Mann Ki Baat) অনুষ্ঠানের মাধ্যমে সকলের উদ্দেশ্যে বড় কথা বললেন। তিনি বলেন, 'আমাদের স্বপ্ন আত্মনির্ভর ভারত. পুরো দেশে উৎসবের আমেজ। দীপাবলিতে ঘর সাজাতে দেশীয় জিনিস ব্যবহার করুন।প্রতিবারের মতো এবারও উৎসবের সময় আমাদের অগ্রাধিকার হওয়া উচিত 'ভোকাল ফর লোকাল'।' এদিন ইউপিআই-এর মাধ্যমে পেমেন্টের পরামর্শ দেন মোদী। এছাড়া প্রধানমন্ত্রী বলেন, 'চলতি মাসের শুরুতে দিল্লিতে খাদির রেকর্ড বিক্রি হয়েছে। এই মাসের চলমান খাদি মহোৎসব আবারও সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। গান্ধী জয়ন্তীতে খাদির রেকর্ড বিক্রি হয়েছে।'