'ভাইপো'র অবস্থান স্পষ্ট, 'পিসি' কোন দিকে?

উদ্বোধন হতে চলেছে দেশের নতুন সংসদ ভবন। উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি (BJP) বিরোধী একাধিক দল। প্রত্যাশা মতো তৃণমূল (TMC), কংগ্রেস (Congress), বাম (CPIM) সহ একাধিক দল রয়েছে বিরোধীদের তালিকায়।

author-image
Pritam Santra
24 May 2023
'ভাইপো'র অবস্থান স্পষ্ট, 'পিসি' কোন দিকে?

নিজস্ব সংবাদদাতাঃ উদ্বোধন হতে চলেছে দেশের নতুন সংসদ ভবন। উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি (BJP) বিরোধী একাধিক দল। প্রত্যাশা মতো তৃণমূল (TMC), কংগ্রেস (Congress), বাম (CPIM) সহ একাধিক দল রয়েছে বিরোধীদের তালিকায়। নেই মায়াবতীর (Mayawati) বহুজন সমাজ পার্টি (BSP)। উত্তর প্রদেশ (Uttar Pradesh) থেকে অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সমাজবাদী পার্টি (SP) বিরোধী দল হিসেবে নিজেদের অবস্থা স্পষ্ট করলেও বসপাকে নিয়ে ফের ধোঁয়াশা। ভারতীয় রাজনীতিতে সপা-বসপা এক সময় খুব উচ্চারিত হতো। মায়াবতী এবং অখিলেশ যাদবকে বলা হয় বুয়া-ভাতিজা। ভাতিজা বা ভাইপো নিজের অবস্থান স্পষ্ট করলেও বুয়া, মানে পিসি নিজের অবস্থান এখনও স্পষ্ট করেননি।