বারবার মিথ্যা বললে তা সত্যি হয়ে যায় না ! মহারাষ্ট্রের ভোটার তালিকা ইস্যুতে কংগ্রেসকে ধুয়ে দিলেন জ্ঞানেশ কুমার

ফের কংগ্রেসকে আক্রমণ করলেন জ্ঞানেশ কুমার।

author-image
Debjit Biswas
New Update
Gyanesh kumar

নিজস্ব সংবাদদাতা : এবার মহারাষ্ট্রের ভোটার তালিকা ইস্যুতে কংগ্রেসকে একপ্রকার ধুয়ে দিলেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমার। তিনি বলেন,''কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে, মহারাষ্ট্রের ভোটার সংখ্যা বেড়েছে। কিন্তু যখন খসড়া তালিকা ছিল, তখন কেন সঠিক সময়ে এই বিষয়ে আপত্তি জানানো হয়নি ? নির্বাচনের ফলাফল আসার পর যা বলা হচ্ছে তা আসলে ভুল।"

RAHUL GANDHI

এরপর তিনি বলেন,''আজ পর্যন্ত মহারাষ্ট্রের মুখ্য নির্বাচনী কর্মকর্তার কাছে প্রমাণ সহ একটিও ভোটারের নাম আসেনি। অথচ নির্বাচন শেষ হওয়ার পর আট মাস পেরিয়ে গেছে। কংগ্রেসকে মনে রাখতে হবে যে যদি আপনি কোনও কথা ১০ বার, ২০ বার বলেন, তাহলেই তা সত্যি হয়ে যায় না। সূর্য কেবল পূর্ব দিকেই উদিত হয়। কেউ বললেই তা পশ্চিম দিকে উদিত হয় না।"