বাড়ল মৃত্যুর সংখ্যা, সেনাবাহিনীর পোশাকে দুষ্কৃতী!

দুই দিন শান্ত থাকার পর শুক্রবার মণিপুরে ফের সহিংসতা শুরু হয়। খোকেন গ্রামে এক নারী সহ তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে।

author-image
Pritam Santra
New Update
manipur

নিজস্ব সংবাদদাতা: দুই দিন শান্ত থাকার পর শুক্রবার মণিপুরে ফের সহিংসতা শুরু হয়। খোকেন গ্রামে এক নারী সহ তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন। এই নিয়ে মণিপুরে মৃতের সংখ্যা দাঁড়াল ১০৫ জনে। লোকজন বলছে, হামলাকারীরা সেনাবাহিনীর ইউনিফর্ম পরে ছিল এবং তাদের মতো একই গাড়িতে এসেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রামে সেনা ও আধাসামরিক বাহিনীর অতিরিক্ত কলাম মোতায়েন করা হয়েছে। খোকেন গ্রামটি কাংপোকপি এবং ইম্ফল পশ্চিম জেলার সীমান্তে অবস্থিত।