/anm-bengali/media/media_files/mxy17uZVINRNv7BURfic.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আবারও একবার বাকযুদ্ধে জড়ালেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে (Nishikant Dubey) ও তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। আজ বুধবার সকালে নতুন করে ক্যাশ ফর কোয়েরি বিতর্কে মহুয়াকে একের পর এক প্রশ্ন করলেন বিজেপি সাংসদ। আজ এক টুইট বার্তায় নিশিকান্ত দুবে লেখেন, ‘সংসদের মর্যাদা, ভারতের নিরাপত্তা এবং কথিত সাংসদের মালিকানা, দুর্নীতি ও অপরাধ নিয়ে প্রশ্ন উঠেছে। এখানে প্রশ্ন হল টাকার বিনিময়ে কেন প্রশ্ন করলেন? বিদেশে যাওয়ার জন্য কে টাকা দিয়েছে? কখনও লোকসভার স্পিকার বা বিদেশ মন্ত্রকের তরফে বিদেশে যাওয়ার অনুমতি নিয়েছেন কিনা? প্রশ্নটা আদানির নয়, ডিগ্রি বা চুরির নয়, দেশকে বিভ্রান্ত করে আপনাদের দুর্নীতি। আপনি টাকার জন্য নিজের বিবেক বেচে দিয়েছেন।”
सवाल संसद की गरिमा,भारत की सुरक्षा व कथित सांसद की ,proprietary, corruption and criminality का है,जबाब देना है कि दुबई में NIC मेल खुला की नहीं? पैसे के बदले प्रश्न पूछे कि नहीं? विदेश जाने आने के खर्च किसने उठाए? कभी @loksabhaspeaker व @MEAIndia से विदेश जाने का permission लिया…
— Dr Nishikant Dubey (@nishikant_dubey) October 25, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us